Skip to content

‘খাদ্য ব্যবস্থা রূপান্তরে পুষ্টি ব্যবস্থাপনা ২০২৪’ শীর্ষক ন্যাশনাল ওয়ার্কশপ অনুষ্ঠিত

    ‘খাদ্য ব্যবস্থা রূপান্তরে পুষ্টি ব্যবস্থাপনা ২০২৪’ শীর্ষক ন্যাশনাল ওয়ার্কশপ অনুষ্ঠিত prothomasha.com

    কেযার বাংলাদেশের নেতৃত্বে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকামস (জানো) কনসোর্টিয়ামের যৌথ উদ্যোগে ঢাকাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিনব্যাপী আয়োজিত ‘খাদ্য ব্যবস্থা রূপান্তরে পুষ্টি ব্যবস্থাপনা ২০২৪’ শীর্ষক ন্যাশনাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপের বিষয়বস্তু ছিল, জানো এবং আইসিটির মাধ্যমে নির্মিত ধারণা এবং জ্ঞানগুলো প্রচার, আসন্ন দিনগুলোতে কি চ্যালেঞ্জ হবে এবং কি কি অভিজ্ঞতা অর্জন হলো, দর্শকদের সঙ্গে সরাসরি মতোবিনিময়।

    অনষ্ঠুানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. শামসুল আরেফিন পুষ্টি বিষয়ক সমস্যাগুলোর টেকসই সমাধানে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। বাংলাদেশ জাতীয় পুষ্টি কাউন্সিলের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোহাম্মদ মাহববুর রহমান পুষ্টি ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে গভীর দৃষ্টি ভঙ্গি পেশ করেন।

    অনষ্ঠুানে বিশেষ অতিথিরা পুষ্টি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় আলোচনা করেন। মো. শহিদুল আলম খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির ব্যবস্থাপনা পর্যবেক্ষণের ওপর জোর দেন । মো. হাবিবুর রহমান ডিজিটাল ক্ষমতায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রশাসনে আইসিটির রূপান্তরমূলক ভূমিকা তুলে ধরেন ।

    মো. মামুনর রশীদ বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জগুলো ওপর আলোকপাত করেন, সহযোগিতামূলক সমাধানের পক্ষে কথা বলেন। জানো বাংলাদেশে বহু-ক্ষেত্রভিত্তিক পুষ্টি কার্যক্রম পরিচালনা এবং পুষ্টি ব্যবস্থাপনার মূল অংশীদারগণের মধ্যে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এফএনএস কার্যক্রম বাস্তবায়নকারী অংশীদারগণ আটটি মন্ত্রণালয় এবং অসংখ্য সংস্থাসহ বেশ কয়েকটি সরকারী বিভাগকে তাদের পুষ্টি -সংক্রান্ত এবং পুষ্টি-কেন্দ্রিক/সংবেদনশীল কার্যক্রম পরিচালনায় সহায়তা প্রদান করেছে।