Skip to content

ক্রীড়া উপদেষ্টার কাছে শরীফুলের যে চাওয়া

    ক্রীড়া উপদেষ্টার কাছে শরীফুলের যে চাওয়া proothomasha.com

    ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এরপর উপদেষ্টাদের মধ্যে বণ্টন করা হয় বিভিন্ন মন্ত্রণালয়। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সচিবালয়ে গত রবিবার প্রথম অফিস করেন শরীফুল। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি। বলেন, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নিয়ম মেনে চলবে বিসিবির কার্যক্রম।

    এদিকে শরীফুল ইসলাম নতুন সরকারের দায়িত্ব গ্রহণকালে কানাডার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্যস্ত ছিলেন। দেশ ফিরে আজ মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন তিনি। এ সময় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নতুন উপদেষ্টা নিয়ে কথা বলেন তিনি। শরীফুল বলেন, ‘আসলে সবাই তো চায় ভালো কিছু, আমরাও ভালো কিছু চাইবো ইনশাআল্লাহ৷।

    শরীফুল পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘অবশ্যই রাওয়ালপিন্ডিতে আমরা আগে খেলা দেখছি যে ব্যাটিংবান্ধব উইকেট। আমাদেরও ভালো ব্যাটার আছে খেলাটা ফাইটিং হবে ইনশাআল্লাহ। ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করব।’