দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। রোমাঞ্চকর ফাইনালে প্রোটিয়াদের ৭ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। ২০০৭ সালের উদ্বোধনী আসরের পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো ভারত।শিরোপা জিতে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সতীর্থ ও কোচ রাহুল দ্রাবিড়কে প্রশংসায় ভাসালেন তিনি। বিশ্বজয়ী নেতা জানান, অধিনায়ক হিসেবে ভাগ্যবান একঝাঁক দুর্দান্ত সতীর্থকে পেয়ে।
রোহিত বলেন, ‘কী বলব! ভাষা খুঁজে পাচ্ছি না। বিরাট কোহলি দুর্দান্ত ব্যাট করল। অক্ষর প্যাটেলও ব্যাট হাতে পারফর্ম করল। আমরা লড়াই করার মতো রান করতে পেরেছিলাম ওদের জন্যই। পরে বল হাতে জসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, হার্দিক পান্ডিয়ারা অসাধারণ লড়াই করল। ওদের কথা নতুন করে কী আর বলব! বিশেষ করে বুমরাহ। ওর হাতে যখনই বল তুলে দিই, তখনই জাদু দেখায়। কী সব ক্রিকেটার রয়েছে এই দলে! সত্যি আমি অধিনায়ক হিসাবে ভাগ্যবান।’
তিনি আরও বলেন, ’১৫ ওভারের পর দক্ষিণ আফ্রিকার প্রায় প্রতি বলে রান দরকার ছিল। হাতে ৬ উইকেট ছিল। আমরা একটু কোণঠাসা পরিস্থিতিতে ছিলাম। তাও আমরা কেউই হাল ছেড়ে দেওয়ার কথা ভাবিনি। একটা কথা আমি বিশ্বাস করি। শেষ বল না হওয়া পর্যন্ত খেলা শেষ হয় না। অধিনায়ক হিসাবে আমার দায়িত্ব, দলের সবাইকে এই কথাটা বিশ্বাস করানো। ক্রিকেটে যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। তাই আমরা পিছিয়ে থাকি বা এগিয়ে থাকি, প্রতিটি বলে লড়াই করতে চাই। এটা বিশ্বকাপ। দলের সকলে মানসিক এবং শারীরিক ভাবে নিজেদের সবটা উজাড় করে দিতে মরিয়া ছিল। তাই কখনও বিশ্বাস হারাইনি। বিশ্বাস ছিল আমরা পারব।’
এদিকে বিশ্বকাপ ফাইনালে সেরা ক্রিকেটারের পুরস্কার নিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। দীর্ঘ দিনের সতীর্থের এই সিদ্ধান্ত নিয়ে রোহিত বলেন, ‘বিরাট চ্যাম্পিয়ন ক্রিকেটার। ফাইনালে নিজের মতো করে ব্যাট করল। ও সব সময় বড় ম্যাচের খেলোয়াড়। ওর প্রতি আমার সব সময় আস্থা রয়েছে। বিরাটের জন্য খুব ভালো লাগছে। অনেক স্মৃতি রয়েছে একসঙ্গে খেলার। ক্রিকেটকে ও কী দিয়েছে, তা সবাই জানেন। পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে কত বড় মাপের খেলোয়াড় বিরাট। এর থেকে ভালোভাবে বোধহয় শেষ করা যায় না।’এরপরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে দেন রোহিত। তিনি এদিন কথা বলতে গিয়ে বার বার আবেগপ্রবণ হয়ে পড়েছেন। অবসরের সিদ্ধান্ত জানাতে গিয়েও কথা আটকে গিয়েছে তার।