কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হলোগ্রামকে বিয়ে করতে যাছেন এক নারী। লেখাটি পড়ে কী ভাবছেন? সত্যি না গুজব। না, বিষয়টি একদমই গুজব নয়। বিশ্বে প্রথমবারের মতো এআই দিয়ে তৈরি হলোগ্রামকে বিয়ে করতে যাচ্ছেন স্পেনের চিত্রশিল্পী অ্যালিসিয়া ফ্রামিস।
ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়, স্পেনের চিত্রশিল্পী ফ্রামিস একজন ডিজিটাল সত্তাকে বিয়ে করবেন। এটি মেশিন লার্নিং ও হলোগ্রাফিক টেকনোলজির সমন্বয়ে তৈরি হয়েছে। এ বিয়ের জন্য এরইমধ্যে একটি ভেন্যুও ভাড়া করেছেন ফ্রামিস। নেদারল্যান্ডের রটারডামে আসছে গ্রীষ্মে একটি জাদুঘরে এই বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফ্রামিস জানান, তাঁর স্বামীর নাম অ্যালেক্স। হলোগ্রামটি ফ্রামিসের সমস্ত মানসিক চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয়েছে৷ স্প্যানিশ এই চিত্রশিল্পী জানান, সামান্য জটিল রসদসহ মধ্যবয়সী পুরুষ তাঁর স্বামী। এটি কোনো রোমান্টিক বিয়ে নয়। জানা গেছে, হাইব্রিড কাপল নামের একটি নতুন প্রজেক্টে আনতে যাচ্ছেন ফ্রামিস। সেই প্রজেক্টের অংশ এই বিয়ে। এর মাধ্যমে এআই-এর যুগে প্রেম, ঘনিষ্ঠতা এবং পরিচয়ের সীমানা নিয়ে পরীক্ষা করতে চান ফ্রামিস। নিজের ওয়েবসাইটে দেওয়া ব্যাখ্যায় স্পেনের এই চিত্রশিল্পী জানান, এআই বিজ্ঞানের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। তবে এতে কবিতা, শিল্প এবং উষ্ণতার অভাব রয়েছে।
ফ্রামিস বলেন, ‘আমি একটি শৈল্পিক ডকুমেন্টারি বানাতে চাই যাতে চিত্র, অন্যান্য নারীদের সাক্ষাৎকার, রোমান্টিক স্বপ্নসহ দৈনন্দিন জীবন সম্পর্কে স্কেচ অন্তর্ভুক্ত থাকবে। আমি আমার দৈনন্দিন জীবনকে কীভাবে হলোগ্রামের সঙ্গে একীভূত করতে পারি, তা অন্বেষণ করতে চাই। এআই এমন লোকেদের জন্য উপকারী হতে পারে যাদের সঙ্গী প্রয়োজন।’ইউরোনিউজ বলছে, বর্তমানে ফ্রামিস তাঁর বিয়ের পোশাক ডিজাইন করছেন। অনুষ্ঠানে যোগদানকারীদের পোশাক কী হবে তা নিয়েও পরিকল্পনা রয়েছে ফ্রামিসের।