Skip to content

কুসুম গরম পানি খেলে যেসব রোগ থেকে মুক্তি পাবেন!

    কুসুম গরম পানি খেলে যেসব রোগ থেকে মুক্তি পাবেন! prothomasha.com

    আমাদের শরীরের ৭০ শতাংশই পানি। তাই শরীর সুস্থ ও সতেজ রাখার জন্য পানি পান করা আবশ্যক। প্রতিদিন সকালে নিয়ম করে খালি পেটে কুসুম গরম পানি খেলে বেশ কিছু রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়।

    তো আসুন জেনে নিই- সকালে খালি পেটে কুসুম গরম পানি খেলে মুক্তি মিলবে যেসব রোগ থেকে।

    ১. যারা কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, গ্যাস সমস্যায় ভোগেন তাদের জন্য গরম পানি খুব ভালো কাজ করে। সকালে খালি পেটে গরম পানি খাওয়ার অভ্যাস এসব সমস্যা থেকে মুক্তি দেবে।

    ২. হজমের সমস্যা হলে প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে কুসুম গরম পানি পান করতে পারেন। এতে করে হজম শক্তি বৃদ্ধি পায় ও সহজেই খাবার হজম হয়।

    ৩. সারা শরীরের ছড়িয়ে থাকা বিষাক্ত পদার্থ বেরিয়ে যাবে, যদি নিয়মিত কুসুম গরম পানি পান করেন।

    ৪. গরম পানি রক্ত চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করে।

    ৫. সকালে গরম পানি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমে। এছাড়া দ্রুত ঝরাতে পারে বাড়তি ওজন।

    ৬. ঋতুস্রাবের সময় পেটে ব্যথার হাত থেকে রেহাই পাওয়ার জন্য গরম পানি খুবই উপকারী।

    ৭. মাথা ব্যথার সমস্যা থাকলেও গরম পানি পান করতে পারেন।

    ৮. গরম পানি গলার সমস্যা থেকেও মুক্তি দেয়। গলা শুকিয়ে আসলে সামান্য গরম পানি পান করুন।