কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁর ভেতরে ঢুকে রেস্তোরাঁটির ব্যবস্থাপকসহ তিনজনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের থানাপাড়া বাঁধসংলগ্ন শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সেতুর নিচে রিভার ভিউ ফুড কর্নারে এ ঘটনা ঘটে। ছুরিকাহত তিনজন হলেন রেস্তোরাঁটির ব্যবস্থাপক তুষার (২৩), প্রধান বাবুর্চি শিমুল (২৫) ও সহকারী বাবুর্চি শুভ (২২)। তাঁদের মধ্যে তুষারের অবস্থা আশঙ্কাজনক।
ছুরিকাহত সহকারী বাবুর্চি শুভ বলেন, তিনি রেস্তোরাঁর রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় অপরিচিত চার থেকে পাঁচজন যুবক রান্নাঘরে জোর করে ঢোকার চেষ্টা করে। তিনি বাধা দিলে তারা বকাবকি করতে থাকে। এ সময় মালিকের মুঠোফোন নম্বর চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। তারা ব্যবস্থাপক তুষারের সঙ্গে বাগ্বিতণ্ডা করতে থাকে। এরপর তারা মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে এক যুবক তুষারকে ছুরিকাঘাত করে। এ সময় তিনি ও শিমুল ঠেকাতে গেলে তাঁদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ছুরিকাহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দুজন শঙ্কামুক্ত হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক।
রিভার ভিউ ফুড কর্নারের মালিক আবদুল খালেক বলেন, ঘটনার সময় তিনি রেস্তোরাঁয় ছিলেন না। পরে জানতে পারেন, তাঁর রেস্তোরাঁর তিনজনকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। কারও সঙ্গে তাঁর খারাপ সম্পর্ক নেই। তবে কী কারণে তাঁদের ওপর এভাবে হামলা করা হলো, তিনি বুঝতে পারছেন না। পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখছে। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সোহেল রানা।