দুই বছর আগে কুকুর নিয়ে হাঁটছিলেন জীবাশ্মবিদ্যায় আগ্রহী ফরাসি নাগরিক ড্যামিয়েন বোশেত্তো। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মন্তোলিয়ের বন দিয়ে হাঁটার সময় কিছু হাড়গোড়ের সন্ধান পান তিনি। এ নিয়ে গবেষণা করতে করতে ড্যামিয়েন খোঁজ পান ৭ কোটি বছরের পুরোনো টাইটানোসর প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, মাটির নিচ থেকে এই বিশেষ কঙ্কাল অপসারণের প্রকল্পটি দুই বছরের জন্য গোপন রাখা হয়েছিল। কারণ, ড্যামিয়েনের শঙ্কা ছিল, জানাজানি হলে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
ফ্রান্সের আর্কিওলজিক্যাল অ্যান্ড প্যালিওন্টোলজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে ড্যামিয়েন ডাইনসোরটির ৭০ শতাংশ উন্মোচিত করেছে।এই জীবাশ্মটি ফ্রান্সের ক্রুজি জাদুঘরে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই আবিষ্কারের জন্য ড্যামিয়েনকে কৃতিত্ব দিয়েছেন ক্রুজি জাদুঘরের প্রতিষ্ঠাতা ফ্রান্সিস ফেজ । তিনি জানান, গত ২৮ বছর ধরে ক্রুজি গ্রামের আশপাশে ডাইনোসরের জীবাশ্ম পাচ্ছেন গবেষকেরা। তবে মন্তোলিয়েতে ডাইনোসরের জীবাশ্ম পাওয়ায় গবেষকেরা আরেকটি নতুন গবেষণাস্থলের সন্ধান পেল।বিজ্ঞানীদের ধারণা, টাইটানোসর প্রজাতির ডাইনোসর ৭ কোটি বছর আগে পৃথিবীতে বেঁচে ছিল। কিন্তু বিজ্ঞানীরা এ প্রজাতির ডাইনোসরের ১০০টি জীবাশ্মও উদ্ধার করতে পারেনি।