Skip to content

কাঁঠাল খেয়ে প্রাণ গেল ভাইবোনের

    কাঁঠাল খেয়ে প্রাণ গেল ভাইবোনের prothomasha.com

    কাঁঠাল খেয়ে অসুস্থ হয়ে মারা গেছে ভাইবোন। গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়ায় এ ঘটনা ঘটে। আজ শনিবার ওই দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।জানা যায়, বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হাঁট পুকুরিয়া গ্রামে হাফেজ নেছার উদ্দিনের চার বছরের মেয়ে খাদিজাতুল তোহরা নুসাইবা ও আড়াই বছরের ছেলে আবদুর রহমান গতকাল কাঁঠাল খেয়ে অসুস্থ হয়। পরে তারা বমি করে। সেই বমি খেয়ে বাড়ির ৯টি মুরগি মারা যায়।অসুস্থ আবদুর রহমানকে শাহরাস্তি মেহের হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর নুসাইবাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে গতকাল রাতে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। আজ সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ বিষয় বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজুল ইসলাম চৌধুরী বলেন, দুই শিশুর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।