Skip to content

এসি কিনবেন, ইনভার্টার নাকি নন-ইনভার্টার?

    এসি কিনবেন, ইনভার্টার নাকি নন-ইনভার্টার? prothomasha.com

    কয়েকদিন ধরে তীব্র গরম পড়ছে। রোদের প্রচণ্ড তাপে বাড়ির বাইরে পা ফেলাই মুশকিল। আবার ভেতরেও ভ্যাপসা গরম। কুলার কিংবা এসিই হয়তো আপনার একমাত্র ভরসা। এগুলো এখন আর বিলাসতা নয়। বরং জনজীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।

    বৈশাখের শুরু থেকে অতিরিক্ত গরমে এসি কেনার ঝোঁক প্রবলভাবে বেড়েছে। ঘরের মাপ অনুযায়ী ১ টন, ১.৫ টন কিংবা ২ টনের এসি কেনেন অনেকেই। তবে বেশি গরম পড়ায় এসি কিনতে গিয়ে ইদানীং ইনভার্টার এবং নন-ইনভার্টার এসির কথা শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে ইনভার্টার আর নন-ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কি? এবং এর মধ্যে কোনটি কিনলে বিদ্যুতের খরচ কমানো যাবে সে সম্পর্কে জানাব। চলুন জেনে নেওয়া যাক:

    একটি ইনভার্টার এসির কমপ্রেসর মোটর তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। একবার ঘর ঠান্ডা কিংবা উষ্ণ হলে, ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার মেশিন শক্তি সঞ্চয় করতে থাকে। এটি ঘরের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বজায় রাখতে মোটরের গতিও কমিয়ে দেয়। এছাড়াও এক ইউনিটে পৌঁছানোর আগেই ইনভার্টার এসি গ্রিড থেকে ডিসি পাওয়ারকে এসিতে রূপান্তরিত করে। যে কারণে একদিকে যেমন মেশিনের দক্ষতা বৃদ্ধি পায়, তেমনই সামগ্রিকভাবে এই প্রক্রিয়া বিদ্যুতের বিলও কম করতে সাহায্য করে।

    নন-ইনভার্টার এসির কমপ্রেসর নির্দিষ্ট গতি মেনে চলে। কমপ্রেসর চালু থাকলে ঘরের ভেতরের তাপমাত্রা কমতেই থাকবে। ঘর বেশ ঠান্ডা হয়ে গেলে কমপ্রেসর বন্ধ হয়ে যায়। ঘর আবার গরম হলে সেটি পুনরায় চালু করে দেয়। তবে এক্ষেত্রে বিদ্যুতের খরচ বেশি হতে পারে। এসি কিনতে গেলে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। তবে ইনভার্টার এসির পার্টসের দাম নন-ইনভার্টার এসির চেয়ে একটু বেশি।