Skip to content

এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল যেভাবে জানতে পারবে শিক্ষার্থীরা

    আজ থেকে শুরু হলো একাদশে ভর্তির আবেদন prothomasha.com

    এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল যেভাবে জানতে পারবে শিক্ষার্থীরা আজ রোববার (১২ মে) এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ওই দিন বেলা ১১টায় সারা দেশে ফলাফল একযোগে প্রকাশ করা হবে। এবারের ফলাফল জানার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ৮ মে কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.bteb.gov.bd) থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করে ফল দেখতে পারবেন।

    www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Tec 123456 2024 Send to 16222।