Skip to content

এমি অ্যাওয়ার্ডস: ‘শোগান’এর জয়জয়কার

    এমি অ্যাওয়ার্ডস: ‘শোগান’এর জয়জয়কার prothomasha.com

    গত বছর অভিনেতা ও লেখকদের ধর্মঘটের কারণে অনুষ্ঠানটি বেশ খানিকটা পিছিয়ে চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল।আট মাস যেতে না যেতেই গত ১৫ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল ৭৬তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস।

    টিভির সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো এমি। টেলিভিশন-জগতের অস্কার বলা যেতে পারে এই পুরস্কারকে।এবারের আসরে বাজিমাত করেছে ‘শোগান’ সিরিজটি। ২৫টি মনোনয়ন পেয়ে সর্বোচ্চ ১৮টি পুরস্কার জিতেছে ‘শোগান’। এর। সামন্ততান্ত্রিক জাপানে যুদ্ধরত রাজবংশের গল্পে নির্মিত ‘শোগান’। সব মিলিয়ে রেকর্ড ১৮টা পুরস্কার জিতে নিল শোগান, যা এমির ইতিহাসে আগে ঘটেনি।

    এর পাশাপাশি চারটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে ‘বেবি রেইন্ডার’ ও ‘দ্য বিয়়ার’।

    ৭৬তম এমি বিজয়ীরা-

    সেরা ড্রামা সিরিজ: শোগান

    সেরা কমেডি সিরিজ: হ্যাকস

    সেরা লিমিটেড সিরিজ: বেবি রেইন্ডার

    সেরা অভিনেতা (ড্রামা): হিরোউকি সানাডা (শোগান)

    সেরা অভিনেতা (কমেডি): জেরেমি অ্যালেন হোয়াই (দ্য বিয়ার)

    সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): রিচার্ড গাড (বেবি রেইন্ডার)

    সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): ইবন মস-বাচরাচ (দ্য বিয়ার)

    সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): বিলি ক্রুডাপ (দ্য মর্নিং শো)

    সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ল্যামোর্ন মরিস (ফারগো)

    ‘শোগান’–এর দৃশ্য। ছবি: আইএমডিবি

    সেরা অভিনেত্রী (ড্রামা): আনা সাওয়াই (শোগান)

    সেরা অভিনেত্রী (কমেডি): জেন স্মার্ট (হ্যাকস)

    সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): জুডি ফস্টার (ট্রু ডিটেকটিভ: নাইট কান্ট্রি)

    সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)

    সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): জেসিকা গানিং (বেবি রেইন্ডার)

    সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): লিজা কোলন-জায়াস (দ্য বিয়াভি)

    চারটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে ‘বেবি রেইন্ডার’। ছবি: এএফপি

    ভ্যারাইটি টক সিরিজ: দ্য ডেইলি শো

    ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

    সেরা পরিচালক (কমেডি সিরিজ): ক্রিস্টোফার স্টোরার (দ্য বিয়ার)

    সেরা পরিচালক (ড্রামা সিরিজ): ফ্রেডরিক ও. ই. টয়ে (শোগান)

    সেরা পরিচালক (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): স্টিভেন জাইলিয়ান (রিপলি)