Skip to content

এবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যুক্ত হলো কিউবা

    এবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যুক্ত হলো কিউবা prothomasha.com

    এবার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা গণহত্যা মামলায় যুক্ত হলো কিউবা। শুক্রবার তারা এই মামলায় যুক্ত হওয়ার ঘোষণা দেয়। গতকাল শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮১ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

    এমন অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে প্রথম মামলা করে দক্ষিণ আফ্রিকা। পরে তাদের সঙ্গেযোগ দিয়েছিল উত্তর আমেরিকার মেক্সিকো ও চিলি। ইউরোপের প্রথম দেশ হিসেবে যোগ দেয় স্পেন। এবার সেই মামলায় যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে কিউবা।

    রেডিও হাভানা কিউবার তথ্য অনুযায়ী, গণহত্যার অপরাধ বিষয়ক শাস্তি ও প্রতিকার সংশ্লিষ্ট জেনেভা সনদের কারণে কিউবা এই মামলায় যুক্ত হচ্ছে।কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কিউবা আনুষ্ঠানিকভাবে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে। কারণ, গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের ক্রমবর্ধমান আক্রমণ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’