জাপানের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মাসাতো কান্ডা এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ১১তম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এডিবি।
এতে বলা হয়, ৫৯ বছর বয়সী মাসাতো কান্ডা ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি অফিসের দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে এডিবির প্রেসিডেন্ট ছিলেন মাসাতসুগু আসাকাওয়ার।
মাসাতো কান্ডা ৪ দশকের বেশি সময় ধরে জাপানের অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। আর্থিক খাতের নীতি এবং সামষ্টিক-অর্থনীতিতে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি আর্থিক পরিষেবা সংস্থায় ডেপুটি কমিশনার, বাজেট ব্যুরোর ডেপুটি ডিরেক্টর-জেনারেল এবং নীতি পরিকল্পনা ও সমন্বয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষা ও বিজ্ঞান নীতির পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংস্কারের একজন নেতৃস্থানীয় বিশেষজ্ঞ।