Skip to content

একাদশে ছিলেন কোচ-নির্বাচক, তবুও অস্ট্রেলিয়ার জয়

    একাদশে ছিলেন কোচ-নির্বাচক, তবুও অস্ট্রেলিয়ার জয় prothomasha.com

    নমিবিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশ সাজাতেই হিমশিম খেতে হয়েছে। কেননা তাদের স্কোয়াডে ছিলেন মাত্র ৯ জন ক্রিকেটার। বাকি ৬ ক্রিকেটার আইপিএলে ব্যস্ত ছিলেন বলে এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

    তবে অস্ট্রেলিয়া ১১ জন ক্রিকোটারের কোটা পূর্ণ করার জন্য বিরল পদক্ষেপ নিল। তারা মাঠে নামায় কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও নির্বাচক প্রধান জর্জ বেইলিকে। এমনকি পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নামেন অস্ট্রেলিয়ার ফিল্ডিং কোচ আন্দ্রে ও ব্যাটিং কোচ ব্র্যাড হজও।

    এরপরেও অস্ট্রেলিয়ার ম্যাচ জিততে বিন্দুমাত্র সমস্যা হয়নি। পোর্ট অফ স্পেনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নমিবিয়া। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১৯ রান তোলে।

    জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১২৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ইনিংসের ৬০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২১ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন।