গরমে বিশ্বের নানা স্থানে গাড়ি বিস্ফোরিত হওয়ারর ঘটনা রিলস হয়ে ঘুরে বেড়াচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে। সেগুলোর অনেক ঘটনার কারণ জানা যায়, অনেকগুলোর জানা যায় না। এই মুহূর্তে সতর্কতার কোনো বিকল্প নেই। চলুন জেনে নেওয়া যাক, এই প্রচণ্ড গরমে কোন ৬টি জিনিস অবশ্যই আপনার গাড়িতে রাখবেন না। রাখলেও নিরাপত্তার খাতিরে সরিয়ে ফেলবেন।
১. লাইটার
প্রচণ্ড গরমে বাইরের তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) স্পর্শ করে যাচ্ছে। মাঝেমধ্যে ছাড়িয়ে যাচ্ছে এই সীমাও। সেই তাপমাত্রায় একটা গাড়ির দরজা বন্ধ অবস্থায় থাকলে গ্রিনহাউস ইফেক্টের কারণে ভেতরের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) হয়ে যায়। আর গাড়িটা যদি দুপুরে সূর্যের মুখোমুখি ঘণ্টাখানিক থাকে, তাহলে ভেতরের তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াসও হয়ে যেতে পারে! আর একটা লাইটার বিস্ফোরণের জন্য ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই যথেষ্ট। সেটি গাড়ির ভেতরে আগুন ধরিয়ে দিতে পারে সহজেই।
২. কার্বোনেটেড ড্রিংস
গরমে অনেকেই নিজেকে ঠান্ডা রাখতে হাতে তুলে নেন কার্বোনেটেড ড্রিংস। অনেকের গাড়িতেও অহরহ পাওয়া যায় কার্বোনেটেড ড্রিংস। আবার সেটির মুখ খোলার আগে অনেকেই ঝাঁকিয়ে নেন বা গাড়ির ঝাঁকুনিতেও বোতল খোলার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হতে পারে।
৩. চশমা
ছোটবেলায় আতশি কাচের মাধ্যমে কাগজে আগুন ধরিয়েছেন অনেকেই। সূর্যের আলো ফোকাল পয়েন্টে পড়ে কাচের মাধ্যমে প্রতিফলিত হয়ে বেশি পরিমাণে তাপ উৎপন্ন করে। ফলে গাড়ির ভেতরে আগুন ধরে যেতে পারে।
৪. পারফিউমের বোতল বা যেকোনো স্প্রে ক্যান
মেয়েরা গাড়িতে কয়েকটা পারফিউমের ক্যান ফেলে রাখতে পছন্দ করে। সাজগোজের এই অংশ অনেকেই গাড়িতে উঠে, দাওয়াতে যাওয়ার আগে বা পার্টিতে পা রাখার আগে শেষ মুহূর্তে সারেন। এসব পারফিউম সাধারণত অ্যালকোহল। চাপের মাধ্যমে ক্যানে তরল অবস্থায় রাখা হয়। এই গরমে গাড়ির ভেতরে অতিরিক্ত তাপমাত্রায় তা সহজেই বিস্ফোরিত হতে পারে। এতে গাড়িতে আগুন ধরে যেতেই পারে!
৫. মুঠোফোনের চার্জার, পাওয়ার ব্যাংক
বিশেষ করে যেগুলো পুরোনো বা ততটা কার্যকরী নয়। গরমে যেকোনো সময় ছোট্ট বোমের মতো বিস্ফোরিত হবে।
৬. পচনশীল খাবার ও ওষুধ
গরমে খাবার নষ্ট হয়ে যায় আর ওষুধের কার্যকারিতা কমে যায় বা নষ্ট হয়ে যায়।