দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতা উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাত থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে নোটিশ পাঠানো শুরু হয়েছে বলে দলটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের সিদ্ধান্ত অমান্যকারী নেতাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০ উপজেলায় নির্বাচন হবে।
বিএনপির সূত্র জানিয়েছে, দলের পদধারী অন্তত ১৮ জন নেতাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ৩৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাঁরা সবাই চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পদধারী ১৮ জন নেতার বাইরে অন্যরা দলের সাবেক, বহিষ্কৃত বা নিষ্ক্রিয় নেতা ও তাঁদের স্বজন। এর বাইরে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও দলের অনেকে নির্বাচন করছেন। তাঁদেরও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ‘দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি। দল থেকে বারবার তাগাদা দেওয়ার পরও আপনারা (প্রার্থী) মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই আগামী তিন দিনের মধ্যে এর জবাব দেওয়ার অনুরোধ করা হলো।’