Skip to content

উইন্ডোজের নতুন সংস্করণ আনছে মাইক্রোসফট

    উইন্ডোজের নতুন সংস্করণ আনছে মাইক্রোসফট prothomasha.com

    পরবর্তী প্রজন্মের উইন্ডোজ ভার্সন নিয়ে কাজ করছে মাইক্রোসফট। একে উইন্ডোজ ১২ বা উইন্ডোজ ১১ ২০২৪ আপডেট নাম দেওয়া হতে পারে। প্রযুক্তিবিষয়ক সাইট গিজচায়নার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষকদের প্রত্যাশা ছিল মাইক্রোসফট হয়তো পরবর্তী ভার্সনকে উইন্ডোজ ১২ নামে নিয়ে আসবে। তবে একাধিক প্রতিবেদনে থেকে জানা যায়, মাইক্রোসফট এবার উইন্ডোজ ১১-এর সঙ্গে থাকার পরিকল্পনা করেছে।

    আসন্ন সংস্করণটির নাম জার্মেনিয়াম উপাদানের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। পূর্ববর্তী সংস্করণগুলো কোবাল্ট ও নিকেলের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছিল। জার্মেনিয়াম প্লাটফর্ম ব্যবহার করে উইন্ডোজ ১১-এর ২০২৪ আপডেট (২৪এইচ২) হাডসন ভ্যালি নামকরণ করা হবে বলে আশা করা হচ্ছে।

    উইন্ডোজ আপডেটে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর মনোনিবেশ করার পাশাপাশি অপারেটিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনা হবে। হাডসন ভ্যালির প্রাথমিক ভার্সনগুলো বর্তমানে উইন্ডোজ ইনসাইডার ক্যানারি চ্যানেলে পরীক্ষা করা হচ্ছে। এর আরটিএম ভার্সনটি ২০২৪ সালের এপ্রিলে প্রকাশ করার সম্ভাবনা আছে। হাডসন ভ্যালির প্রাথমিক লক্ষ্য হলো এআইয়ের মাধ্যমে ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেওয়া।