Skip to content

ঈদে মোটরসাইকেল নিয়ে বাড়ি যেতে পারবেন না পুলিশ সদস্যরা

    ঈদে মোটরসাইকেল নিয়ে বাড়ি যেতে পারবেন না পুলিশ সদস্যরা prothomasha.com

    ঈদের আনন্দে মেতে উঠতে মুসলমানরা নানা পরিকল্পনায় দিনগুলো সাজায়। নাড়ির টানে কেউ ছুটে যান গ্রামের বাড়ি। আবার কেউ স্বজনদের নিয়ে বেরিয়ে পড়েন ঘোরাঘুরিতে। এদের মধ্যে আছেন পুলিশ সদস্যরাও। তবে, এবারের ছুটিতে তাদের মোটরসাইকেল নিয়ে বাড়ি না যেতে কড়া নির্দেশনা রয়েছে। রোববার (২১ মার্চ) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমের সই করা এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

    চিঠিতে বলা হয়, ১২ মার্চ পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শকের সভাপতিত্বে পুলিশ সদস্যদের মোটরসাইকেল ব্যবহার সংক্রান্ত এক সভা হয়। এখান থেকেই বাইকে বাড়ি না যে নির্দেশনা দেওয়া হয়। ছুটির সময় পুলিশ সদস্যদের মোটরসাইকেল জমা রাখতে হবে এবং ছুটি শেষে কাজে যোগদানের পর পুনরায় মোটরসাইকেল ইস্যু করে নিতে হবে। সংশ্লিষ্ট ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে মোটরসাইকেল হস্তান্তর করলেই মিলবে ছুটির ছাড়পত্র। যদি কোনো সদস্য মোটরসাইকেল জমা না দিয়েই ছুটিতে যান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কথা জানানো হয় চিঠিতে। এদিকে সব নিয়ম মেনে কেউ মোটরসাইকেল পেলেও মহাসড়কের ব্যবহারের জন্য তার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বৈধ লাইসেন্স ছাড়া কোনো সদস্য বাইক ব্যবহার করতে পারবেন না।