Skip to content

ঈদযাত্রায় রেলপথে জোরদার হচ্ছে টহল-পাহারা

    ঈদযাত্রায় রেলপথে জোরদার হচ্ছে টহল-পাহারা prothomasha.com

    ঈদে ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে এবার নিরাপত্তার দিকে বেশি নজর দিচ্ছে পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ। সম্প্রতি দুই দিনের ব্যবধানে দুইটি বড় দুর্ঘটনার পর রেলপথ পাহারায় চার দফা নির্দেশনা দিয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে পূর্বাঞ্চল সদর। এদিকে রেল পুলিশ বলছে, এরই মধ্যে নিরাপত্তা জোরদারে বিশেষ পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছে। গেল ১৬ ও ১৮ মার্চ নাঙ্গলকোট এবং টাঙ্গাইলে দুইটি বড় ধরনের ট্রেন দুর্ঘটনা রেলের নিরাপদ ঈদযাত্রাকে প্রশ্নের মুখোমুখি করেছে। এ অবস্থায় ঘরমুখো মানুষের জন্য রেল ট্র্যাকের সার্বক্ষণিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে দেখছে রেলের পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।

    এরই মধ্যে রেল ট্র্যাকে ২৪ ঘণ্টা নজরদারিতে নিরাপত্তাবাহিনী, ওয়েম্যান, স্টেশন মাস্টার ও পরিদর্শকদের চার দফা নির্দেশনা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় দিনে ও রাতে টহল, ওয়েম্যান ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মুঠোফোন নম্বর সংরক্ষণ, জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে মোটর ট্রলি দিয়ে পরিদর্শনের পাশাপাশি বিভাগীয় প্রকৌশলীদের টহল তদারকির জন্যও বলা হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ নাজমুল হোসেন জানান, স্টেশন এরিয়া অনেক বড় হওয়ায় সঠিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করা হলে যাত্রীদের সেবায় ঘাটতি থেকে যাবে। এ কারণে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, ঈদকে ঘিরে ট্রেনের ভেতর ও বাইরে তিন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করছে রেল পুলিশ। প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। গত রোববার থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকেট বিক্রি।