অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার মাঝেই তাদের কাছে আরও ২ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর এক ঘোষণায় জানায়, ফাইটার জেট ও মিসাইলসহ অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ। জাতীয় স্বার্থেই ইসরায়েলকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।অস্ত্রের মধ্যে এফ-১৫ ফাইটার জেট, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, ১২০ এমএম ট্যাংকের গুলি, মর্টার ও সামরিক যানও রয়েছে।জানা গেছে, ৫০টি ফাইটার জেট দিতে বছর পার হয়ে যেতে পারে তবে ৩৩ হাজার ট্যাংক গোলা ও ৫০ হাজার বিস্ফোরক মর্টার শেল দ্রুতই পেয়ে যাবে ইসরায়েল।