Skip to content

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে ৫২ দেশের চিঠি

    ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে ৫২ দেশের চিঠিprothomasha.com

    ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে জাতিসংঘের ৫২টি সদস্য দেশ। চিঠিতে তারা সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

    প্রতিবেদনে বলা হয়, চিঠিতে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে তারা অভিযানে বেসামরিকদের সুরক্ষায় যথেষ্ট কাজ করছে না।

    গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত প্রায় এক লাখ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় সারা বিশ্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।