Skip to content

ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানালেন এরদোগান

    ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানালেন এরদোগান prothomasha.com

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাই্য়্েযব এরদোগান ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ৬ জুন, বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় উজবেক প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

    এরদোয়ান বলেছেন, ‘ইসরায়েলের গণহত্যায় গোলাবারুদ এবং অস্ত্র সহায়তা প্রদানকারী দেশগুলোকে এখন এই অপরাধে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে’। এদিকে তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি ইঙ্গিত করে বলেছেন, তারা গাজা গণহত্যা বন্ধ করার জন্য যথেষ্ট কাজ করেনি। তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিতে সহায়তা করার জন্য সমস্ত বিবেকবান এবং দায়িত্বশীল পক্ষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল গাজায় তার নৃশংস হামলা অব্যাহত রেখেছে। ৮ মাস ধরে চলা এই যুদ্ধে প্রায় ৩৬ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৩ হাজারের বেশি আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।