Skip to content

ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ বললেন ট্রাম্প

    ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ বললেন ট্রাম্পprothomasha.com

    বিশ্বের অন্যতম ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসেবে পরিচয় করিয়েছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    বুধবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেন তিনি। এ সময় মাস্ককে ‘বিস্ময়কর’ ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।

    বক্তব্যে ইলন মাস্ককে নিয়ে স্মৃতিচারণ করেন ট্রাম্প। তিনি জানান, একবার স্পেসএক্স রকেটের একটি ভিডিও দেখার সময় তিনি মাস্ককে ৪০ মিনিটের জন্য আটকে রেখেছিলেন।

    বক্তব্যে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করতে পারেননি তিনি।

    ট্রাম্প বলেন, দেশের রোগ মুক্তিতে সাহায্য করতে যাচ্ছি। এটি হবে আমেরিকার স্বর্ণযুগ। এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়, যা আমাদের আমেরিকাকে আবারও মহান রাষ্ট্রে পরিণত করার সুযোগ দেবে।