ইরানি এক তরুণীকে যৌন নিপীড়ন ও হত্যার অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর তিন সদস্যের বিরুদ্ধে। ফাঁস হওয়া এক নথির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে । ২০২২ সালে সরকার বিরোধী বিক্ষোভের সময় হারিয়ে যায় ১৬ বছর বয়সী নিকা শাকারামি। ৯ দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। সরকার দাবি করে সে আত্মহত্যা করেছিল। তবে বিবিসির কাছে এমন এক নথি এসেছে যেখানে ওই কিশোরীকে নিপীড়ন ও হত্যার আলামতের উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে ইরানের সরকার ও বিপ্লবী গার্ড বাহিনীর বক্তব্য চাওয়া হলেও তারা কিছু জানায়নি।
গোপন ওই নথিতে বলা হয়, নিকার মামলা ইরানের প্রভাবশালী ইসলামি বিপ্লবী বাহিনীর অধীনে ছিল। সেখানে তাদের হত্যাকারী ও সত্য গোপন করা সিনিয়র কমান্ডারদের নাম উল্লেখ করা হয়েছে। নথিতে বলা হয়, একজন ব্যক্তি নিকাকে যৌন নিপীড়ন করে। হাত বাঁধা থাকা অবস্থাতেও লড়াইয়ের চেষ্টা করে ওই কিশোরী। তাতে ক্ষিপ্ত হয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা লাঠি দিয়ে মারতে শুরু করে নিকাকে।
নিকা যখন নিখোঁজ হয় তখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ফলাও করে তার সংবাদ প্রকাশিত হয়েছিল। আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন নিকা। তার আগে মাশা আমিনি তাকে ২২ বছরের এক তরুণীকে হিজাব না পরার অভিযোগে হত্যা করেছিল নিরাপত্তা বাহিনী। সেই থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে। নিকা নিখোঁজ হওয়ার সপ্তাহখানেক পরে একটি মর্চুয়ারিতে তার মরদেহ খুঁজে পায় পরিবার। ইরানের কর্তৃপক্ষ দাবি করে আন্দোলনের সঙ্গে তার মৃত্যুর কোনো সংযোগ নেই। পরে জানায় আত্মহত্যা করেছে নিকা।