আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই ‘দৈনিক আমাদের সময়’র পাঠকদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসে এই দিনে’।
আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ইতিহাসের পাতায় ২৪ এপ্রিল ঘটনাবলি:
১০৬১ – ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।
১২৭১ – ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন।
১৫৫৮ – ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন।
১৭৬২ – রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে।
১৮০০ – লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।
১৮৯৮ – মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।
১৯১২ – ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবিতে এবং সে দেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে।
১৯১৬ – ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণঅভ্যুত্থান শুরু।
১৯২৬ – যক্ষ্মার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়।
১৯৪৫ – সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।
১৯৫৪ – রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দিকে হত্যা করা হয়।
১৯৫৫ – প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়।
১৯৭০ – গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত।
২০১৩ – বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প-দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডি ঘটে। এতে আটতলা ভবন ভেঙে পড়ে ১১শ’র বেশি পোশাক শ্রমিকের নির্মম মৃত্যু ঘটে।
আজ যাদের জন্মতারিখ:
৭০২ – ইমাম জাফর আল-সাদিক, শিয়া ইমাম।
১৮৯৭ – বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯৭৩ – শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেটার।
আজ যাদের মৃত্যু হয়:
১৯৭২ – যামিনী রায়, চিত্রশিল্পী।
২০০৬ – নাসরীন পারভীন হক, বাংলাদেশের অন্যতম মানবাধিকার নেত্রী।