Skip to content

ইংল্যান্ডের পর একাদশ দিল পাকিস্তানও, ফিরলেন তারকা পেসাররা

    ইংল্যান্ডের পর একাদশ দিল পাকিস্তানও, ফিরলেন তারকা পেসাররা prothomasha.com

    বাংলাদেশের বিপক্ষে বাজেভাবে হারার পর ঘরের মাঠে এবার ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। আগামীকাল মুলতানে শুরু হচ্ছে ৩ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি উপলক্ষে আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। আজ ম্যাচের একদিন আগে একাদশ দিয়ে দিল পাকিস্তানও।

    পাকিস্তানের একাদশে ফিরেছেন তারকা পেসাররা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একাদশে ছিলেন না শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। আগামীকালের ম্যাচে থাকছেন তারা। এছাড়া বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে খেলতে পারেননি আরেক পেসার আমের জামাল। তাকেও ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের একাদশে রাখা হয়েছে।

    জামালের দলে অন্তর্ভুক্তি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ ব্যাটার। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক সিরিজেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। ১৮ উইকেট নিয়ে প্যাট কামিন্সের পর ৩ ম্যাচের সেই সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন তিনি। এছাড়া ব্যাট হাতেও একটি ইনিংসে ৯ নম্বরে নেমে ৮২ রানের দারুণ ইনিংস খেলেছিলেন।

    এই ৩ পেসারকে জায়গা দিতে গিয়ে সরে যেতে হয়েছে খুররম শাহজাদ, মোহাম্মদ আলি ও মির হামজাদের মতো পেসারকে। দ্বিতীয় টেস্টে ৯০ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে দারুণ ফর্ম দেখিয়েছেন শাহজাদ। ব্যাটিংয়ে এক থেকে ৭ নম্বর পর্যন্ত পজিশন ঠিকই আছে। স্পিনার হিসেবে আবরার আহমেদের ওপরই আস্থা রেখেছে পাকিস্তান।

    পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, আমির জামাল, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ।

    ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জ্যাক লিচ এবং শোয়েব বশির।