Skip to content

আলাভেসকে হারানোর ম্যাচে আনচেলত্তির জোড়া রেকর্ড

    আলাভেসকে হারানোর ম্যাচে আনচেলত্তির জোড়া রেকর্ড prothomasha.com

    প্রায় এক বছর আগে লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হার দেখেছিল রিয়াল মাদ্রিদ। এরপর থেকে এখনো আছে দলটির অজেয় যাত্রা। গতকাল মঙ্গলবার রাতে আলাভেসের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে মাদ্রিদের দলটি। এর মাধ্যমে লা লিগার ইতিহাসে প্রথম কোচ হিসেবে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন কার্লো আনচেলত্তি। এছাড়া রিয়ালের ইতিহাসের দ্বিতীয় কোচ হিসেবে গতকাল ৩০০তম ম্যাচের মাইলফলকও স্পর্শ করেছেন আনচেলত্তি।

    এর আগে, আনচেলত্তি ছাড়াও টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল রিয়াল সোসিয়েদাদের কোচ আলবের্তো ওরমায়েক্সার। আর মিগুয়েল মুনোজের পর দ্বিতীয় কোচ হিসেবে রিয়ালের হয়ে ৩০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন আনচেলত্তি।

    সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন ম্যাচের ৪৮ মিনিটের মধ্যেই ৩ গোলে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের প্রথম মিনিটেই গোল পায় দলটি। ফেদে ভালভার্দের সহায়তায় লুকাস ভাসকেজকে দারুণ এক পাস দেন ভিনিসিউস জুনিয়র। গোল করতে কোনো অসুবিধা হয়নি ভাসকেজের। ২২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে বল প্রতিপক্ষের জালে প্রবেশ করালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। ৪০তম মিনিটে জুডে বেলিংহ্যামের সঙ্গে দারুণ বোঝাবুঝিতে গোল পেয়ে যান এমবাপ্পে। বিরতির পর রদ্রিগো আরও একটি গোল দিলে বড় জয়ের আভাস পায় রিয়াল।

    তবে শেষ দিকে রিয়ালকে ভয় পাইয়ে দেয় আলাভেস। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে রিয়ালের বাজে ডিফেন্ডিংয়ের সুযোগ নিয়ে দুই গোল শোধ দিয়ে দেয় আলাভেস। ৮৫তম মিনিটে বাঁকানো শটে গোল করেন আলাভেসের মিডফিল্ডার কার্লোস ভেনাভিয়েজ। তার পরের মিনিটে তার পাস থেকে গোল করেন এনরিক গার্সিয়া। তবে এরপর আর কোনো গোল না হলে ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে রিয়াল।

    আলাভেসকে হারানোর পর ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তিনে থাকা অ্যাথলেটিকো বিলবাওয়ের পয়েন্ট ৭ ম্যাচে ১৩।