Skip to content

আমরা তো ‘মায়ের দোয়া’ টিম হয়ে গেছি: সাকিব

    আমরা তো ‘মায়ের দোয়া’ টিম হয়ে গেছি: সাকিব prothomasha.com

    ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে টানা হারতে থাকা বাংলাদেশের উত্তরণের পথ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান বলেছিলেন, ‘বলার কিছু নাই। সবাই মিলে আমাদের জন্য দোয়া করতে পারেন। দোয়া করা ছাড়া আর কোনও অপশন নাই।’ দেশের বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া ওই সাক্ষাৎকারে এক-দুইবার নয়, একাধিকবার দোয়া চাওয়ার কথা উল্লেখ করেছিলেন টাইগার অলরাউন্ডার।শুধু শেখে মেহেদীই নয়, দুঃসময় কাটিয়ে উঠতে অনেক ক্রিকেটারই মাঝে মাঝেই চান দোয়া। টানা হারতে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের এমন দোয়া চাওয়ায় যেন অতিষ্ঠই হয়ে উঠছিলেন ভক্তরা। তাইতো কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলকে অনেকেই উল্লেখ করেন ‘মায়ের দোয়া ক্রিকেট টিম’ হিসেবে। নিজেদের নামে এমন কটাক্ষ দৃষ্টিগোচর হয় ক্রিকেটারদেরও। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের কথায় অন্তত সেটিই বোঝা গেল। আগামী শনিবার শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটিকে সামনে রেখে টেক্সসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন করেছে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে সাকিব আল হাসানকে কাছে পেতেই কথা বলেন সাংবাদিকরা।অনুশীলনে বেশ হাসি-খুশি মেজাজে ছিলেন সাকিব। সে সময় সংবাদকর্মীরা বাংলাদেশের সাফল্যের জন্য দোয়া করার কথা বলেন। স্বভাবসুলভ হাসি দিয়ে সাকিব তখন বলেন, ‘এখন তো বলতে পারতেছি না দোয়া করেন। কারণ মায়ের দোয়া টিম হয়ে গেছি। দোয়া চাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে।’বিশ্বকাপে খেলতে নামার আগে খুব একটা ভালো অবস্থায় নেই বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে দশ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছে ২-১ ব্যবধানে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিও হয়নি মনমতো। দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা টপ অর্ডার নিয়ে। পেছনের ব্যর্থতা ভুলে সামনে ভালো কিছু করবেন সাকিবরা, সেটিই চাওয়া টাইগার ভক্ত-সমর্থকদের।