Skip to content

আফগানিস্তান-দ. আফ্রিকার ঐতিহাসিক সিরিজ শারজায়

    আফগানিস্তান-দ. আফ্রিকার ঐতিহাসিক সিরিজ শারজায় prothomasha.com

    প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। আগামী সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের শারজায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এর ঘোষণা দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এই সিরিজটি হবে আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজের মাত্র ৫ দিন আগে। এই দুই দেশের মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ সেপ্টেম্বর। তারও আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা। সিরিজটি শুরু হবে আগামী ৭ আগস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের সিরিজটি নিজেদের শক্তি পরীক্ষা করার একটি বড় ক্ষেত্র। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের আগে ভারতের নয়ডায় প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে ৯ সেপ্টেম্বর। আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের সূচি (সবগুলো ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে)

    প্রথম ওয়ানডে: ১৮ সেপ্টেম্বর, বুধবার

    দ্বিতীয় ওয়ানডে: ২০ সেপ্টেম্বর, শুক্রবার

    তৃতীয় ওয়ানডে: ২২ সেপ্টেম্বর, রবিবার