Skip to content

আজ ঢাকার বাতাসের মান ‘মাঝারি’

    আজ ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ prothomasha.com

    ঢাকার বাতাসের মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় একিউআই স্কোর ৬৯ নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ২২তম স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী ঢাকার বাতাসকে ‘মাঝারি’ শ্রেণিতে বিবেচনা করা হয়েছে।

    এদিকে, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৭৪ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয়, বাহরাইনের মানামা ১৬০ স্কোর নিয়ে তৃতীয় এবং ভারতের দিল্লি ১৫৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

    ৫১ থেকে ১০০ স্কোর হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

    এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।