প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ রবিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;
আওয়ামী লীগের যৌথসভা
সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অর্থমন্ত্রীর কর্মসূচি
দুপুর আড়াইটায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি
দুপুর সোয়া ১২টায় সচিবালয়ে ‘বিএসআরএফ সংলাপ’ (বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম)-এ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী কর্মসূচি
সকাল ১০টায় রাজধানীর ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদফতর প্রাঙ্গণে ‘অঙ্গনা ঈদ মেলা-২০২৪’ অনুষ্ঠানে যোগ দেবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)।
রিহ্যাবের সংবাদ সম্মেলন
দুপুর ১২টায় সিরডাপ মিলনায়তনে জাতীয় বাজেট ২০২৪-২৫ সম্পর্কিত সংবাদ সম্মেলন।
নিরাপদ খাদ্য দিবসের কর্মসূচি
বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ ফুড সেফটি ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি সেচ ভবন থেকে শুরু হয়ে খামারবাড়ি গিয়ে শেষ হবে।