Skip to content

আগুনে পুড়ল ডেনমার্কে স্টক এক্সচেঞ্জ ভবন

    আগুনে পুড়ল ডেনমার্কে স্টক এক্সচেঞ্জ ভবন prothomasha.com

    ডেনমার্কের কোপেনহেগেনের ঐতিহাসিক ওল্ড স্টক এক্সচেঞ্জ ভবনে মঙ্গলবার (১৬ এপ্রিল) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগা কিছুক্ষণ পরই ভবনটির চূড়া পুড়ে ছাদের ওপর ধসে পড়ে। ১৭ শতকের বোরসেন হল শহরের প্রাচীনতম ভবনগুলির মধ্যে একটি ছিল। সংস্কারের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চূড়াটি দেখতে চারটি ড্রাগনের প্যাচানো লেজের মতো ছিল।ডাচ রেনেসাঁ শৈলীর এই ভবনটিতে এখন আর ডেনিশ স্টক এক্সচেঞ্জ নেই। তবে ডেনিশ চেম্বার অব কমার্সের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয় এটি।

    স্থানীয় টিভি চ্যানেলগুলোর লাইভ ভিডিওতে দেখা যায় যে, মানুষ আগুনের হাত থেকে বাঁচার জন্যে ছুটোছুটি করছেন। অনেকের হাতে পেইন্টিং ছিল। কাউকে আইফোন ছুঁড়ে ফেলতে দেখা যায়। সংস্কৃতিমন্ত্রী জ্যাকব এঙ্গেল-শ্মিড বলেছেন, ৪০০ বছরের ডেনমার্কের সাংস্কৃতিক ঐতিহ্যটি সবার চোখের সামনে আগুনে ভস্ম হয়ে গেছে।

    কোপেনহেগেনে অগ্নিকাণ্ডের কারণও এই মুহূর্তে জানা যায়নি। কিন্তু জরুরি পরিষেবাগুলি বলেছে যে, ভবনের রক্ষণাবেক্ষণের অস্থায়ী কাঠামোগুলো তাদের অপারেশনকে আরও কঠিন করে তুলেছে। ভবনটির বেশিরভাগ অংশই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হয়। জরুরী পরিষেবার প্রধান জ্যাকব ভেদস্টেড অ্যান্ডারসেন বলেছেন, পুরানো তামার ছাদের নীচে এলাকায় প্রবেশ করা অগ্নিনির্বাপকদের প্রায় অসম্ভব কাজ হিসেবে বিবেচিত হয়েছে। একজন দর্শক ডেনিশ মিডিয়াকে বলেছেন, “আমি সম্পূর্ণ বাকরুদ্ধ – এটি একটি অতুলনীয় হৃদয়বিদারক ঘটনা।”