Skip to content

আগামী ২ বছরে সরকারি খাতে ৫ লাখ কর্মসংস্থান হবে: উপদেষ্টা আসিফ

    আগামী ২ বছরে সরকারি খাতে ৫ লাখ কর্মসংস্থান হবে: উপদেষ্টা আসিফ prothomasha.com

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী দুই বছরে সরকারি খাতে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। গতকাল শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০২৪ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    দেশের অর্থনীতির জন্য এই জনসংখ্যাগত লভ্যাংশের গুরুত্বের ওপর জোর দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা মূল বক্তব্যে বলেন, মানবসম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করেন তরুণেরা। তারুণ্যকে জীবনের সেরা সময় উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে চাকরিপ্রার্থী যুবকদের কর্মসংস্থানের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।