Skip to content

আগামীকাল বিশ্ববাণিজ্য সংস্থার সম্মেলন শুরু

    আগামীকাল বিশ্ববাণিজ্য সংস্থার সম্মেলন শুরু prothomasha.com

    আগামীকাল ২৬ ফেব্রুয়ারি আবুধাবিতে শুরু হচ্ছে বিশ্ববাণিজ্য সংস্থার মিনিস্ট্রিরিয়াল সম্মেলন। সম্মেলনের প্রধান ফোকাস হবে বিনিয়োগের ক্ষেত্রে বহুমুখীকরণ। একই সঙ্গে সরবরাহ চেইন যেন মসৃণ থাকে। বিশ্বব্যাপী বাণিজ্যের ক্ষেত্রে কোনো ধরনের যেন বাধা বা প্রতিবন্ধকতা না থাকে। এ ব্যাপারে ইতিমধ্যে বিশ্ববাণিজ্য সংস্থার মহাপরিচালক নিকোজি ওকানজো ইয়োলা আমিরাতের এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সাক্ষাৎকারে বলেছেন, আমরা বলছি আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এরপরও সমস্যা থেকে যাচ্ছে।

    তিনি জানান, চীনের সঙ্গে মরক্কো, চীনের সঙ্গে ব্রাজিল, চীনের সঙ্গে সেনেগাল, চীনের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। এশিয়ার ব্যবসা-বাণিজ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, অনেক বেসরকারি বিনিয়োগকারী চীনের মডেল ধরে বিনিয়োগের পথে এগোচ্ছে। তিনি উদাহরণ টানেন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ভারতের।

    তিনি মনে করেন, বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে বহুমুখিতার দিকে যেতে হবে। এ ছাড়াও উন্নয়নশীল দেশে বেশি করে বিনিয়োগ করা উচিত। এর ফলে কর্মসংস্থানের বাজার সম্প্রসারণের সুযোগ বাড়বে। জানা গেছে, বিশ্ববাণিজ্য সংস্থার সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ৭ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে মূলত সাম্প্রতিক সময়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যে উদারীকরণের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা।এ ছাড়াও মৎস্য খাতে ভর্তুকি, ডিজিটাল বাণিজ্যের সহায়তার জন্য বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা।

    তিনি মনে করেন, বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে বহুমুখিতার দিকে যেতে হবে। এ ছাড়াও উন্নয়নশীল দেশে বেশি করে বিনিয়োগ করা উচিত। এর ফলে কর্মসংস্থানের বাজার সম্প্রসারণের সুযোগ বাড়বে। জানা গেছে, বিশ্ববাণিজ্য সংস্থার সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ৭ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে মূলত সাম্প্রতিক সময়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যে উদারীকরণের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধাএ ছাড়াও মৎস্য খাতে ভর্তুকি, ডিজিটাল বাণিজ্যের সহায়তার জন্য বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা।