Skip to content

আইফোনের গতি বাড়াতে ক্যাশ ক্লিয়ার রাখবেন যেভাবে

    আইফোনের গতি বাড়াতে ক্যাশ ক্লিয়ার রাখবেন যেভাবে prothomasha.com

    আইফোনের স্টোরেজ ফুল দেখালে কিংবা হঠাৎ ধীর গতির মনে হলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এর মধ্যে অন্যতম ফোনের ক্যাশ ক্লিয়ার করা। ক্যাশ ক্লিয়ার বা ফাঁকা করলে ব্যবহারকারীর যে ওয়েবসাইটগুলো লগ ইন করা ছিল, সবগুলো লগ আউট হয়ে যাবে। এতে ব্যবহারকারীর সাময়িক অসুবিধা হলেও সবকিছু বিবেচনায় লাভবানই হবেন। ব্রাউজার ভেদে ক্যাশ ক্লিয়ার করার আলাদা প্রক্রিয়া রয়েছে।

    সাফারি ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার করবেন যেভাবে
    আইফোনের ডিফল্ট ব্রাউজার সাফারি। এ কারণে ব্রাউজারটির ক্যাশ খালি করার প্রক্রিয়া তুলনামূলক সহজ। তবে খেয়াল লাখতে হবে যে আইওএস ১১ ও পরবর্তী অপারেটিং সিস্টেমগুলোর ক্ষেত্রে ক্যাশ ডেটা ফাঁকা করার প্রক্রিয়াটির প্রভাব পড়বে আইফোনের সঙ্গে সংযুক্ত সবগুলো ডিভাইসে। ফলে ফাঁকা হয়ে যাবে সবগুলো ডিভাইসের ক্যাশ ডেটা।

    * আইফোনের সেটিংস অ্যাপে যেতে হবে।

    * লিস্ট থেকে সাফারি সিলেক্ট করুন।

    * স্ক্রল করে নিচে নেমে ‘ক্লিয়ার হিস্ট্রি অ্যান্ড ওয়েবসাইট ডেটা’ অপশনে যান।

    * পপআপ বক্সে ক্লিয়ার হিস্ট্রি অ্যান্ড ডেটা’ সিলেক্ট করুন।

    ওপরের ধাপগুলো অনুসরণ করলে ফাঁকা হবে সাফারি ব্রাউজারের ক্যাশ ডেটা।

    ক্রোম ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করবেন যেভাবে

    গুহল ক্রোমে ক্যাশ ফাঁকা করতে সাফারির তুলনায় কয়েকটি বাড়তি ধাপ অনুসরণ করতে হবে। এক্ষেত্রে ক্যাশ মেমোরি ফাঁকা করার কাজটি সম্পন্ন করতে হবে ক্রোম অ্যাপ দিয়েই।

    *ক্রোম অ্যাপ খুলুন।

    * স্ক্রিনের নিচের অংশের ডান দিকে থাকা থ্রি ডটে ক্লিক করুন।

    * স্ক্রল করে নিচে নেমে ‘সেটিংস’ সিলেক্ট করুন।

    * পরের মেন্যু থেকে ‘প্রাইভেসি’ ক্লিক করুন।

    * এরপর ‘ক্লিয়ার ব্রাউজিং ডেটা’ সিলেক্ট করুন।

    * এবার ওপরের অংশ থেকে কোন সময়ের ডেটা মুছে দিতে চান তা নিশ্চিত করুন। এখানে শেষ এক ঘণ্টার ব্রাউজার ডেটা থেকে শুরু করে ‘অল টাইম’ পর্যন্ত সব কিছুই ডিলিট করার সুযোগ পাবেন ব্যবহারকারী।

    * ক্যাশড ইমেজ অ্যান্ড ফাইলসের পাশাপাশি কুকিজ এবং সাইট ডেটা সিলেক্ট করতে হবে। এরপর স্ক্রিনের নিচে ‘ক্লিয়ার ব্রাউজিং ডেটা’ অপশনে ক্লিক করলেই ফাঁকা হবে ক্রোম ব্রাউজারের ক্যাশ মেমোরি।

    ফায়ারফক্স ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করবেন যেভাবে

    আইফোন থেকে ফায়াফক্স ব্রাউজারের ক্যাশ মেমোরি ফাঁকা করার প্রক্রিয়াটিও অনেকটা আগের দুটি ব্রাউজারের মতোই। সহজ কয়েকটি ধাপ মানলেই খালি হবে ক্যাশ।

    * প্রথমে ফায়ারফক্স অ্যাপ খুলে স্ক্রিনের নিচের ডান কোণে থাকা ‘হ্যামবার্গার’ মেন্যুতে ক্লিক করুন।

    * পরের মেন্যুর নিচে থাকা ‘সেটিংস’ সিলেক্ট করুন।

    * এরপর প্রাইভেসি সেকশন থেকে ‘ডেটা ম্যানেজমেন্ট’ সিলেক্ট করুন।

    * নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের ডেটা ডিলিট করতে চাইলে সিলেক্ট করতে হবে ‘ওয়েবসাইট ডেটা’। আর স্ক্রিনের নিচের অংশে ‘ক্লিয়ার প্রাইভেট ডেটা’ সিলেক্ট করে ডিলিট করা যাবে সকল ক্যাশ ডেটা।