মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ এক মাস আগে ঘোষণা দেওয়া সাতটি কনসার্ট বাতিল করেছেন। টিকিট বিক্রির কোম্পানি টিকিটমাস্টারের বরাতে খবরটি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি। যদিও কনসার্ট বাতিল নিয়ে গায়িকার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।১০ বছরের বিরতির পর জেনিফার লোপেজের নবম স্টুডিও অ্যালবাম ‘দিজ ইজ মি…নাউ’ মুক্তি পেয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি। ২০২২ সালের আগস্টে শুরু হওয়া অ্যালবামটির রেকর্ড শেষ হয়েছিল গত বছরের ২৯ জুন।