Skip to content

অ্যাপের কোড লেখার জন্য এআই টুল আনছে অ্যাপল

    অ্যাপের কোড লেখার জন্য এআই টুল আনছে অ্যাপল prothomasha.com

    অ্যাপলের প্রোগ্রামিং সফটওয়্যার এক্স কোডের মাধ্যমে আইওএস, আইপ্যাড ওএস, ম্যাক ওএসের জন্য বিভিন্ন অ্যাপ তৈরি করা হয়। কোড লেখার এআই টুলটি কীভাবে প্রোগ্রামিং সফটওয়্যার এক্সে ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানাননি গুরম্যান। তবে কোড লেখার এআই টুলটি মাইক্রোসফটের গিটহাব কো–পাইলটের মতো হতে পারে বলে ধারণা করছেন তিনি।

    ২০২১ সালে গিটহাব কো–পাইলট চালু করা হয়। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজনির্ভর বিভিন্ন নির্দেশনা অনুযায়ী গিটহাব কো–‍পাইলট টুলটি কোড লিখতে পারে। ফলে টুলটি ব্যবহার করে বিভিন্ন লিখিত প্রম্পটের মাধ্যমে বিভিন্ন কোডও লেখা যায়

    সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানান, এ বছরের মধ্যেই অ্যাপল যন্ত্রে জেনারেটিভ এআই সুবিধা ব্যবহার করা যাবে। এ জন্য কাজও শুরু করেছে অ্যাপল। এআই টুলটি নিয়ে চলমান কার্যক্রম টিম কুকের দেওয়া সাম্প্রতিক ঘোষণার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।