অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে শুরুটা দারুণ করল বাংলাদেশ এইচপি। প্রথমে ব্যাট করে পারভেজ হোসাইন ইমনের ফিফটিতে ১৭০ রানের শক্ত পুঁজি গড়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডস। জবাব দিতে নেমে রিপন মন্ডল ও রকিবুল হাসানদের তোপে মাত্র ৯৩ রানে অলআউট হয় মেলবোর্ন। ৭৭ রানের জয়ে যাত্রাটা দারুণ করে আকবর আলীর দল।আজ রবিবার সকালে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১৭ রান করে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। পাওয়ার প্লের মধ্যে জিসান আলম ও আফিফ হোসেনের উইকেটও হারায় বাংলাদেশ। তবে দারুণব্যাটিং করতে থাকেন তিনে নামা ইমন। পাওয়ার প্লের ৬ ওভারে আসে ৫২ রান।
শুরুতে ৩ উইকেট হারানো বাংলাদেশ চতুর্থ উইকেটে যোগ করে ৪৭ রান। ইমনকে এই সময়ে সঙ্গ দেন অধিনায়ক আকবর। ১৮ বলে ২১ রান করে আউট হন অধিনায়ক। এরপর শামীম হোসেনের সঙ্গে দলের সর্বোচ্চ ৫১ রানের জুটি গড়েন ইমন। ৪৮ বলে ৬৯ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন ইমন। ২৫ বলে ২৫ রানে অপরাজিত থাকেন শামীম৷
১৭১ রানের লক্ষে ব্যাট করতে নামা মেলবোর্ন কখনোই ম্যাচে ছড়ি ঘোরাতে পারেনি। নিয়মিত উইকেট হারিয়ে ৯৩ রানেই গুটিয়ে যায় দলটি। এর মধ্যে ২ রানেই হারায় শেষ ৫ উইকেট। ৩ ওভার বল করে মাত্র ১২ রানের বিনিময়ে ৪ উইকেট নেন রিপন মন্ডল। ৩ ওভার ২ বল করে ২১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন রকিবুল। এছাড়া দুইটি করে উইকেট নেন আলিস ইসলাম ও আবু হায়দার রনি।
দারুণ ফিফটি করার পরে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ইমন। ম্যাচশেষে এই তারকা বলেন, ‘চেষ্টা ছিল যতক্ষণ ব্যাটিং করব, নিজের ধরনেই ব্যাটিং করব। একটা সময় গেছে আমরা আগে আগে উইকেট হারিয়েছি। তারপর অবস্থা বুঝে ব্যাটিং করার চেষ্টা করেছি। অবশ্যই আমাদের জন্য ভালো একটা জয় ছিল। টুর্নামেন্টের শুরুতেই ভালো একটা জয় পেয়েছি আমরা। এই জয় নিয়ে সামনের ম্যাচগুলোতে এগিয়ে যাব।’
বিগব্যাশের টিমকে হারানোর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইমন বলেন, ‘অবশ্যই আমাদের জন্য ভালো একটি অভিজ্ঞতা হয়েছে। দেশের বাইরে এবারই প্রথম এমন একটি টুর্নামেন্ট খেলতে এসেছি। বিগব্যাশের টিম ছিল এখানে। ওদের সঙ্গে ভালোভাবে জিতেছি, এই অভিজ্ঞতা সামনে কাজে লাগবে।’