Skip to content

অনুদানের টাকা ফেরত দিলেন জয়া

    অনুদানের টাকা ফেরত দিলেন জয়া prothomasha.com

    অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী জয়া আহসান একজন প্রযোজকও। ‘দেবী’ সিনেমা দিয়ে প্রযোজনার বই খুললেন তিনি। এরপর ২০২০-২১ অর্থবছরে ‘রয়েদ’ ছবির জন্য সরকারি অনুদান পান তিনি। এটি পরিচালনা করেছেন ‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন। কিন্তু প্রযোজক হিসেবে সিনেমা থেকে সরে দাঁড়ালেন জয়া। শুধু তাই নয়, সরকারের দেওয়া অনুদানের টাকাও ফেরত দিয়েছেন এই অভিনেত্রী।

    তবে প্রযোজক হিসেবে জয়াকে ছাড়াই সিনেমাটি নির্মাণের প্রস্তুতি চলছে। এমনটাই জানিয়েছেন নির্মাতা সুমন। তিনি বলেন, “কয়েক মাস আগে জয়ার সঙ্গে আমার বৈঠক হয়েছিল। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি সরকারি ভর্তুকি ফেরত দেওয়ার। কারণ বিভিন্ন কারণে আমাদের কাজ বিলম্বিত হয়। কিন্তু অনুদানের নির্দিষ্ট নিয়ম রয়েছে। আমরা চাই না যে সেগুলো ভাঙা হোক। বা সমালোচিত।যেহেতু ছবিটির শুটিং কবে থেকে শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি।তাছাড়া অনুদানের টাকায় ছবির কাজ করা সম্ভব নয়।তাই এই অনিশ্চয়তায় আমরা অনুদান ধরে রাখতে চাইনি।