Skip to content

অতিরিক্ত এসপি আলেপকে কর্মস্থল থেকে তুলে নেওয়ার অভিযোগ

    অতিরিক্ত এসপি আলেপকে কর্মস্থল থেকে তুলে নেওয়ার অভিযোগprothomasha.com

    অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে বরিশালের কর্মস্থল থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর খোঁজ পায়নি পরিবার।

    কাউকে আটক বা গ্রেপ্তার করা হলে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে এক দিনের বেশি পার হলেও আলেপের খোঁজ পায়নি পরিবার। তাঁর স্ত্রী ওয়াফা নুসরাত গতকাল বুধবার রাত ১০টার দিকে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দুপুরে তুলে নেওয়ার সময় আলেপ তাঁকে কল করে জানান, বরিশালের ডিবি তাঁকে নিয়ে যাচ্ছে।

    নুসরাত বলেন, আলেপের বিরুদ্ধে কোনো মামলা নেই। কিন্তু তাঁকে কেন তুলে নিয়ে গেছে, কোথায় রাখা হয়েছে– সে বিষয়ে কিছুই জানতে পারছেন না।

    এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপার বেলায়েত হোসেন বুধবার রাত ৯টার দিকে বলেন, আলেপ উদ্দিনকে তুলে নেওয়ার ঘটনা ঘটেনি। তাঁকে ঢাকার ডিবি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ডেকে পাঠিয়েছেন। এ বিষয়ে ঢাকার কর্মকর্তারা বলতে পারবেন।

    তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ বিষয়ে আমার জানা নেই।

    ওয়াফা নুসরাত জানান, আলেপ পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা। তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। কোনো আভিযানিক দলে (অপারেশনাল) বা মাঠে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ছিলেন না। তাই তাঁকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে কিনা– সে আশঙ্কায় তারা উদ্বিগ্ন।

    আলেপ দীর্ঘদিন র‌্যাবের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। জঙ্গি অভিযান নিয়ে বেশ আলোচনায় ছিলেন এ পুলিশ কর্মকর্তা। সবশেষ র‌্যাব সদরদপ্তরে জঙ্গি সেল থেকে তাঁকে এসবিতে বদলি করা হয়।