Skip to content

অক্সফামে ঢাকায় চাকরি, বছরে বেতন ২৯ লাখ ১৮ হাজার

    অক্সফামে ঢাকায় চাকরি, বছরে বেতন ২৯ লাখ ১৮ হাজার prothomasha.com

    আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে প্রোগ্রাম ম্যানেজার–বিআইডিফোরসিজে পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    • পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার-বিআইডিফোরসিজে
      পদসংখ্যা:
      যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যানিটারিয়ান/ডেভেলপমেন্ট স্টাডিজ বা বিজনেস অ্যাডমনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট বা সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
    • চাকরির ধরন: চুক্তিভিত্তিক
      কর্মস্থল: ঢাকা
      কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
      বেতন ও সুযোগ-সুবিধা: বছরে (১৩ মাস) বেতন ২৯ লাখ ১৮ হাজার ২৫৫ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সঙ্গী, সন্তানসহ কর্মীর চিকিৎসাসুবিধা, ছুটি ও বিমার সুযোগ আছে।
    • আবেদন যেভাবে

      আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

      আবেদনের শেষ সময়: ৮ জুন, ২০২৪।