Skip to content

আগের মালিক গ্রেপ্তারের পর মোস্তাফিজদের নতুন মালিকানার খোঁজে এলপিএল

    আগের মালিক গ্রেপ্তারের পর মোস্তাফিজদের নতুন মালিকানার খোঁজে এলপিএল prothomasha.com

    ফিক্সিংয়ের সন্দেহে মালিক তামিম রহমান গ্রেপ্তার হওয়ার পর গতকালই ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছিল লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। এরপর লিগটির আয়োজকেরা বলছেন, নতুন মালিকানা ঠিক করার চূড়ান্ত পর্যায়ে আছেন তাঁরা। মালিকানা বদলালেও দলটি আগের সূচিতেই লিগে অংশ নেবে বলেও জানানো হয়েছে। এবার ডাম্বুলা থান্ডার্স দলটিতে খেলার কথা ছিল বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানের।

    গতকাল বুধবার দুর্নীতির সন্দেহে তামিমকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার পুলিশের একটি বিশেষ বিভাগ। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। দুবাইয়ের উদ্দেশে যেতে উদ্যত তামিমকে ফ্লাইটে চড়ার আগেই কলম্বোর বিমানবন্দরে আটক করা হয়। পুলিশ ও অভিবাসন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, তিনি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।এরপরই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় শ্রীলঙ্কা ক্রিকেট ও এলপিএলের আয়োজক আইপিজি গ্রুপ। আইপিজির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে শুরু লিগটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পাঁচটি দলকে নিয়েই হবে।

    গত পরশু হয়ে যাওয়া এলপিএলের নিলামে ডাম্বুলা দলে নেয় ২৪ জন খেলোয়াড়কে। এতে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করে তারা। সর্বোচ্চ ৮০ হাজার ডলারে কেনা হয় আফগান অলরাউন্ডার করিম জানাতকে। মোস্তাফিজকে অবশ্য নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল ডাম্বুলা। এবারই প্রথম এলপিএলে খেলার কথা ছিল মোস্তাফিজের।

    আইপিজি একটি বিবৃতিতে জানিয়েছে, ‘সাম্প্রতিক পরিবর্তনের পরও ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি নতুন মালিকানার অধীনে অংশ নেবে। আমরা নতুন মালিকানা নিশ্চিত করার চূড়ান্ত পর্যায়ে আছি। যাতে মসৃণ পালাবদল এবং বাধাহীন অংশগ্রহণ নিশ্চিত হয়।’ ২০২০ সালে এলপিএল চালু হওয়ার পর বারবার মালিকানা বদলেছে এর ফ্র্যাঞ্চাইজিগুলোর। সাম্প্রতিক ঘটনার পর নতুন মালিকানা এলে সেটি হবে ডাম্বুলারই পঞ্চম। সর্বশেষ মৌসুমেও দলটির নাম ছিল ডাম্বুলা অরা, এবার নতুন মালিকানায় ডাম্বুলা থান্ডার্স নামে খেলার কথা ছিল।   ১ জুলাই শুরু লিগটি চলার কথা ২১ জুলাই পর্যন্ত। পাল্লেকেলে, ডাম্বুলা ও কলম্বো—তিনটি ভেন্যুতে হবে খেলা। কলম্বো স্ট্রাইকার্স দলে খেলার কথা বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদের।