Skip to content

২০২৬ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বুদাপেস্টে

    ২০২৬ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বুদাপেস্টে prothomasha.com

    চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ফাইনালের ভেন্যুর নাম উয়েফা ঘোষণা করেছে। হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আয়ারল্যান্ডের ডাবলিনে নির্বাহী কমিটির বৈঠকের পর এই ঘোষণা দেয়। এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশন মিলানের সান সিরো স্টেডিয়ামের সংস্কার পরিকল্পনার তথ্য জমা দেওয়ার ভিত্তিতে ২০২৭ সালের ফাইনালের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

    নরওয়ের ওল্লেভাল স্টেডিয়ামে হবে ২০২৬ উইমেন’স চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। এছাড়া জার্মানির ফ্রাঙ্কফুর্টে হবে ২০২৭ ইউরোপা লিগের ফাইনাল। আর ২০২৬ ইউরোপা কনফারেন্সের লিগের ফাইনাল মাঠে গড়াবে লাইপজিগের আরবি অ্যারেনায়। ইস্তানবুলের বেসিকতাস পার্কে হবে ২০২৬ ইউরোপা লিগ ও ২০২৭ ইউরোপা কনফারেন্স লিগের ফাইনাল।