কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন সুবিধা আনতে কাজ করছে গুগল ক্রোম। যার সাহায্যে ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ওয়েব ব্রাউজারে কাঙ্ক্ষিত যেকোনো কিছু সহজে খুঁজে পাওয়া যাবে। জানা গেছে নতুন সংস্করণটি অ্যান্ড্রয়েডের সার্কেল টু সার্চের মতো। এক্সে বার্তা দেওয়া হয়েছে, লিওপেভা ৬৪ নামের অ্যাকাউন্ট থেকে নতুন এ সুবিধা যোগ হতে পারে। সেখানে বলেছে, গুগল ক্রোম নতুন একটি ‘লেন্স ইউআই (ইউজার ইন্টারফেস)’ নিয়ে পরীক্ষামূলক কাজ করছে। এটি অ্যান্ড্রয়েডের সার্কেল টু সার্চ সুবিধার মতোই।
নতুন এ সুবিধায় গুগল ক্রোমের টুলবারে একটি নির্দিষ্ট লেন্স বাটন থাকবে। গুগলের এই লেন্স বাটন নির্বাচন করার সঙ্গে সঙ্গেই কারসরে একটি সার্চ আইকন দেখা যাবে। এরপর ব্যবহারকারী যে অংশ সম্পর্কে তথ্য জানতে চায়, সেই অংশ নির্বাচন করে টেনে আনতে হবে (ড্র্যাগ করা)। এরপর নির্বাচিত অংশের সঙ্গে সম্পর্কিত ফলাফল ডানদিকের একটি পপআপ বক্সে প্রদর্শিত হবে।অবশ্য এ সুবিধাটি নিয়ে গুগল এখনো কোনো ঘোষণা দেয়নি। তবে এটি কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারের জন্য পরীক্ষামূলকভাবে পরখ করা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরে সার্কেল টু সার্চ’ নামে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে তথ্য খোঁজার নতুন সুবিধা যুক্ত করে গুগল। ফোনের যেকোনো (কনটেন্ট) বা ভিডিওতে সার্কেল দেওয়া, হাইলাইট করা, স্ক্রিবলিং বা ট্যাপ করলে স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চের তথ্য প্রদর্শিত হবে। ফোনে ভিডিও বা ছবি দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় ছবি বা মেসেজে কোনো বিষয় সম্পর্কে তথ্য জানতে সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহার করা যায়। প্রাথমিকভাবে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন যেমন পিক্সেল ৮, পিক্সেল ৮ প্রো এবং নতুন আসা গ্যালাক্সি এস ২৪ ফোনে ব্যবহার করা যাচ্ছে।