রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৩২ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। গত শনিবার থেকে গতকাল সোমবার গভীর রাত পর্যন্ত মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, তেজগাঁও, ধানমন্ডি, হাজারীবাগ, যাত্রাবাড়ী ও টঙ্গীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১, ২ ও ১০-এর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনি থেকে সোমবার পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও, ধানমন্ডি ও এর আশপাশ এলাকা থেকে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে নানা অস্ত্র ও ছিনতাই করা কয়েকটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
র্যাবের কর্মকর্তারা বলেছেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিরা বলেছেন, দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই ও চাঁদাবাজি করতেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারির মামলা রয়েছে। তাঁরা এসব মামলায় কারাভোগও করেছেন।এ ছাড়া গত রোববার রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে র্যাব। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চারটি ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, যাত্রাবাড়ীসহ রাজধানী বিভিন্ন এলাকায় পথচারীদের ভয় দেখিয়ে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিলেন তাঁরা।
র্যাব জানিয়েছে, গতকাল রাতে গাজীপুরের র্যাব-১-এর একটি দল জানতে পারে টঙ্গী পূর্ব থানা এলাকায় ছিনতাইকারী দলের কয়েকজন সদস্য দেশি অস্ত্র নিয়ে ডাকাতি করার জন্য অবস্থান করছেন। দিবাগত রাত পৌনে একটার দিকে অভিযান চালিয়ে ওই দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।