Skip to content

ভাইরাল নাচের ভিডিওতে নাচলেন মোদি…

    ভাইরাল নাচের ভিডিওতে নাচলেন মোদি... prothomasha.com

    ভাইরাল নাচের মুদ্রায় স্টেজ মাতাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কল্পনা করতে পারলেও ভিডিওটি সত্যিকারের নয়। সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের এক ভিডিও শেয়ার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিওতে তাকে এক মঞ্চে কায়দা করে হাঁটতে এবং নাচতে দেখা যাচ্ছে। পাগলু গানের সঙ্গে সেই নাচের ভিডিও নিজেই শেয়ার করে মোদি লিখেছেন— নিজেকে নাচতে দেখে ভালো লাগছে।

    ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফায় ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে আজ (৭ মে)। আর, এর মধ্যে মোদি নিজের নাচের ভিডিওটি এক্স অ্যাকাউন্টে শেয়ার করার পর তিনি লিখেছেন, ‘আপনাদের সকলের মতো আমিও নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি। ভোটের ভরা মৌসুমে এই ধরনের সৃজনশীলতা সত্যিই আনন্দ দেয়।’ ভিডিওটি প্রথমে এথিস্ট কৃষ্ণা নামের একটি এক্স একাউন্ট থেকে শেয়ার করা হয়। এর ক্যাপশনে লেখা ছিল, ‘এই ভিডিওটি পোস্ট করছি, কারণ আমি জানি এর জন্য ‘ডিক্টেটর’ (স্বৈরশাসক) আমাকে গ্রেপ্তার করবে না।’

    মূলত মোদি যে ভিডিওটি শেয়ার করেছেন, সেটি আসলে মার্কিন র‍্যাপ সঙ্গীত শিল্পী লিল ইয়াচটির মঞ্চে প্রবেশ করার এক ভিডিও। ২০২২ সালের ২১ জুন ইউটিউবে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়েছিল।  তারপর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে অ্যাডলফ হিটলার থেকে শুরু করে ডিসি কমিকসের সুপারভিলেন জোকারের মতো, বিভিন্ন বিখ্যাত বা কুখ্যাত ব্যক্তিত্বদের মুখ, ইয়াচটির জায়গায় ব্যবহার করে মিম তৈরি করা হয়েছে। এবার সেই জায়গায় বসলো নরেন্দ্র মোদির মুখও।