বিশ্বের সেরা ১০০ বিমাবন্দরের তালিকা প্রকাশ করেছে স্কাইট্র্যাক্স। এতে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে নামিয়ে শীর্ষস্থান দখল করেছে কাতারের দোহা হামাদ বিমানবন্দর। দ্বিতীয় স্থানে চাঙ্গি। আর তৃতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়ার সিউল ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর। শীর্ষে দশে থাকা অন্যান্য বিমানবন্দরগুলো হলোজাপানের টোকিওর হানেদা বিমানবন্দর ও নারিতা বিমানবন্দর, ফ্রান্সের রিস শার্ল দ্যু গল বিমানবন্দর, সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, জার্মানির মিউনিখ বিমানবন্দর, সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর এবং তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর।
দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে আছে ভারতের দিল্লি বিমানবন্দর। তাদের অবস্থান ৩৬তম। এ ছাড়া তাদের গোয়া, বেঙ্গালুরু ও মুম্বাই বিমাবন্দরও রয়েছে তালিকায়। এই তালিকায় নেই বাংলাদেশের কোনো বিমানবন্দর। দক্ষিণ এশিয়ার পাকিস্তান, শ্রীলঙ্কা বা নেপালের কোনো বিমানবন্দরও এই তালিকায় নেই। বিমান ও বিমানবন্দরবিষয়ক বিভিন্ন ধরনের র্যাঙ্কিং করে থাকে স্কাইট্র্যাক্স। ১৯৯৯ সাল থেকে ‘দ্য ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে তারা।