Skip to content

বৃষ্টির সঙ্গে পড়ল ২৫০ গ্রাম ওজনের শিলা, ফসলের ক্ষতি

    বৃষ্টির সঙ্গে পড়ল ২৫০ গ্রাম ওজনের শিলা, ফসলের ক্ষতি prothomasha.com

    চট্টগ্রামের মিরসরাইয়ে শিলাবৃষ্টিতে খেতের ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝরে পড়েছে অনেক গাছের আম। বাড়ির ঘরের চালের টিনও ফুটো হয়ে গেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরের দিকে ঘণ্টাব্যাপী থেমে থেমে এ শিলাবৃষ্টি হয়। কৃষক ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, ভোরে থেমে থেমে বড় আকৃতির শিলা ঝরেছে। এসব শিলার কোনো কোনোটির ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম পর্যন্ত। শিলার আঘাতে বসতঘরের চালা ফুটো হয়ে গেছে অনেক পরিবারের।

    মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, ভোরে বৃষ্টি ও বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টি পড়েছে। এতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের কিছু ক্ষতি হয়েছে বলে শুনেছি। ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।