Skip to content

সস্তার সানগ্লাস পরে চোখের ক্ষতি করছেন না তো? 

    সস্তার সানগ্লাস পরে চোখের ক্ষতি করছেন না তো? prothomasha.com

    বাইরে প্রচণ্ড রোদ পড়েছে। তাপও প্রখর। তাই এসময় অনেকেই বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার করে থাকেন। অনেকে আবার ফ্যাশনের জন্য পরে থাকেন। কারণ যাই হোক না কেন, এটি ব্যবহার করা নিঃসন্দেহে ভালো অভ্যাস। তবে এ ব্যাপারে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে। যেমন- অনেকে চোখে পরলে দেখতে সুন্দর লাগে বলে যেকোনো সানগ্লাস কিনে ফেলেন। সেটা হতে পারে সস্তা কোনো সানগ্লাস।তবে চিকিৎসকরা এই বিষয়ে সতর্কতার পরামর্শ দিয়ে বলেন, সস্তা বা কম দামি সানগ্লাস পরলে তা বর্ণান্ধতার ঝুঁকি তৈরি করতে পারে।