বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরির পদে ষষ্ঠ থেকে ১৮তম গ্রেডে ১৫ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- ১. পদের নাম: প্রোগ্রামার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ–সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি/ স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড–৬) - ২. পদের নাম: যানবাহন পরিদর্শক
পদসংখ্যা: ১
যোগ্যতা: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) - ৩. পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ উচ্চমান সহকারী বা সহকারী পদে অন্যূন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১) - ৪. পদের নাম: ওয়ার্ড প্রসেসিং সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১) -
- ৫. পদের নাম: পিএ/সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ৮০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ২৫ শব্দ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) - ৬. পদের নাম: অডিটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) -
- ৭. পদের নাম: টেলিফোন অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- ৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ২০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ২০ শব্দ।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) - ৯. পদের নাম: পাম্প অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- ০. পদের নাম: ডেসপাস রাইডার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বৈধ ড্রইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
বয়সসীমা
১ মার্চ ২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা উল্লিখিত সীমা অনুযায়ী হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২ থেকে ১০ নম্বর পদের প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৫০০ টাকা; ২ থেকে ৪ নম্বর পদের জন্য ৩০০ টাকা; ৫ ও ৬ নম্বর পদের জন্য ২০০ টাকা; ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১০ নম্বর পদের জন্য ৫০ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল ফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।আবেদনের সময়সীমা: ২১ মার্চ থেকে ২৫ এপ্রিল ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।
- ৭. পদের নাম: টেলিফোন অপারেটর
- ৫. পদের নাম: পিএ/সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর